বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কচুয়ায় মা ও ছেলেকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ ছাতিয়ানতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। এরা হলেন, ওই গ্রামের মৃত বাচ্চু শেখের স্ত্রী আকিলা বেগম (৫৫) ও ছেলে সোহেল রানা (২২)। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

আহত মা ও ছেলে অভিযোগ করেন, বাড়ির পাশে সোহেল রানার একটি চায়ের দোকান রয়েছে। ওই দোকানে বেশি কেনাবেচা হওয়ায় তার সাথে প্রতিবেশী দোকানি বাবুলের বিরোধ চলছিল। প্রায়দিন দোকানটি বন্ধ করে দেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল বাবলু গং।

মঙ্গলবার সকালে বাবুলের নেতৃত্বে উসমান মোল্লা, সাগর হোসেন, শরিফা মেম্বারসহ পাঁচ-ছয়জন সোহেলের দোকানে হামলা করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তার মা আকিলা বেগম বাধা দিতে এলে হামলাকারীরা তাকে পিটিয়ে জখম করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন