শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় স্ত্রীর ধাক্কায় স্বামী শাহিন হোসেন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী খাদিজা খাতুনকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) উপজেলার সোনাতনকাটি গ্রামে পারিবারিক কলহে স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারির কাঁচ বুকে ঢুকে শাহিন হোসেনের মৃত্যু হয়। নিহত শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার শাহিন হোসেন ও স্ত্রী খাদিজা খাতুনের মধ্যে পরিবারিক কলহের জেরে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিন স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকেন। এ সময় মারধর থেকে বাঁচাতে শাহিনকে ধাক্কা দেন খাদিজা। এতে ঘরে থাকা আলমারির ওপরে পড়ে যান শাহিন। পরে আলমারিতে থাকা কাঁচ ভেঙে তার বুকে ঢুকে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত নিহত ব্যক্তির স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন