শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে ৪৬টি হারানো মোবাইল উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত জুন মাসে হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোন, বিকাশে ভুল নাম্বারে যাওয়া ১ লাখ ২৮ হাজার ৩শ’ টাকা, হ্যাক হওয়া ৮টি ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে। এছাড়া ৫ জন ভিকটিমকে উদ্ধার ও এক নারীর ফেসবুকে আপত্তিকর ছবি আপলোড করার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মুকিত সরকার সোমবার (৫ জুলাই) দুপুর ১২ টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সমাজে অপরাধ দমাতে জনগণের সেবার মান বাড়াতে যশোর জেলা পুলিশ ২০২১ সালের ১৩ অক্টোবর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করে। এরপর থেকে সাইবার ক্রাইম সেল এ পর্যন্ত যশোরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে হারিয়ে হওয়া ২৭৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

হারানো মোবাইল ফেরত পাওয়া মৎস্য কর্মকর্তা ওহেদুজ্জামান বলেন, আমি হারানো মোবাইল ফেরত পাবো, তা কখনো কল্পনাও করিনি। এ জন্য যশোরের পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন