Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যবিপ্রবিতে ৩২ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা পরীক্ষায় সোমবার আরো ৩২ জনের নমুনা পজিটিভ হয়েছে। এগুলো যশোর ও মাগুরা জেলার।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রোববার তাদের ল্যাবে যশোর ও মাগুরা জেলার সন্দেহভাজন করোনা রোগীর ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২টি পজিটিভ এবং ১৬৪টি নেগেটিভ ফলাফল হয়।

সোমবার সকালে এ ফলাফল সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে। এদিন যশোর জেলার ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি পজিটিভ হয়। মাগুরার ৩২টি নমুনার মধ্যে পাঁচটি পজিটিভ হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, রোববার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় শনাক্ত হওয়া করোনা রোগী ছিলেন তিন হাজার ৬৪৪। এদের মধ্যে দুই হাজার ৩৯৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪২ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন