শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অজ্ঞাত এক মহিলার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মেহগিনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যশোর সাজিয়ালী পুলিশ ক্যাম্পের আইসি সেলিম হোসেন জানান, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রামের সাজ্জাদ হোসেন জানান, বেশ কয়েকদিন আগে থেকেই ওইস্থানে পঁচা গন্ধ পাচ্ছিলেন তারা। এদিন গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পচে গলে যাওয়ায় তাকে কেউ চিনতে পারেনি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন