বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মর্মান্তিক মটরসাইকেল দুর্ঘটনায় জাহিদ হাসান জুয়েল (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাজালী গ্রামের আব্দুল মালেকের ছেলে। রবিবার সকাল ৭টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জাহিদ হাসানের স্ত্রী সন্তান সম্ভবা। রবিবার ভোরে স্ত্রী অসুস্থ্য বোধ করলে দ্রুত তাকে সাথে নিয়ে চৌগাছার একটি ক্লিনিকে আসেন। এসময় বিগত দিনের টেষ্ট রিপোর্ট নিয়ে আসতে ভুল হওয়াই তিনি স্ত্রীকে রেখে মটরসাইকেল যোগে বাসার উদ্দ্যেশ্যে রওনা দেন। পথিমধ্যে যশোর সড়কের কয়ারপাড়া বাজার সংলগ্নে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারে ধাক্কা লেগে পিচের রাস্তার উপর ছিটকে পড়ে। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন