শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বাংলাদেশি ৫টি পাসপোর্টসহ বেনাপোলে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল স্থলবন্দরে বিদেশি ভিসা লাগানো পাঁচটি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ১৬২ প্রকারা কসমেটিক্স ও থ্রি-পিস উদ্ধার হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল স:য়েদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার উপর এক ব্যক্তিকে দেখতে পায় এবং তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে ধরে ব্যাগ তল­াশী করা হয়। এক পর্যায়ে তার সাথে থাকা দুটি ব্যাগের মধ্যে পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আটক ভারতীয় নাগরিক ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ জেলার বাষানপোতা গ্রামের আমিন শেখের ছেলে ইউসুফ আলী শেখ (২৭)। উদ্ধারকৃত মালামাল ও পাঁচটি বাংলাদেশি পাসপোর্টসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টি  আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন