বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে বাড়ির সামনে যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা।

আহত যুবকের নাম প্রান্ত দাস। সে ওই গ্রামের ঋষিপাড়ার কালীদাসের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০টার দিকে তার বাড়ির সামনে।

আহতের স্বজনেরা জানান, প্রান্ত ঘটনার সময় বাড়ির সামনেই অবস্থান করছিলেন। এসময় একই গ্রামের কতিপয় সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম জানান, প্রান্তের পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন