শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে মিঠু হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে মিঠু হত্যা মামলার আসামি হাছেন আলী ওরফে আলী হাসানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে বাঘারপাড়া উপজেলার জামদিয়া থেকে তাকে আটক করা হয়। আটক হাছেন আলী সদর উপজেলার রাজাপুর গ্রামের কাহারপাড়ার আনসার সরদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ মার্চ মণিরামপুর থানায় মিঠু হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় হাছেন আলী পুলিশের হাতে আটকের পর জামিনে ছিলেন। কিন্তু চার বছর ধরে তিনি আর আদালতে হাজিরা দেননি। ফলে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প যশোরের একটি দল হাছেন আলীর অবস্থান সম্পর্কে জানতে পারেন। এরপর বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন