শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে র‌্যাবের অভিযানে নারায়নগঞ্জ থেকে হত্যা মামলার ৩ আসামি আটক

গেজেট ডেস্ক

র‌্যাব-৬ যশোরের সদস্যরা নারায়নগঞ্জ জেলায় অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে। ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমানের নেতৃত্বে নারায়নগঞ্জের রুপগঞ্জ আড়িয়াবা এলাকা থেকে নড়াইলের লোহাগড়া উপজেলায় কৃষক পটু হত্যা মামলার ৩ আসামি আটক হয়।

আটককৃৃতরা হলো, পটু হত্যা মামলার প্রধান আসামি লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত ছালেহ মোল্লা ছেলে বোরহান উদ্দিন মোল্লা (৫৫), একই গ্রামের মৃত আফজাল মোল্লার ছেলে ইকরাজুল মোল্লা (২৫) ও ছাব্বির মোল্লা (১৯)।

র‌্যাব জানায়, নড়াইল জেলার লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৩ জুন কৃষক পটুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় তার ছোট ভাই কচি মোল্লা (৪৭) বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে নিহতের ভাই জসিম উদ্দিন মোল্লা বাদী হয়ে গত ১৪ জুন লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব ৬ যশোরের সদস্যরা। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব নারায়নগঞ্জ জেলায় অভিযান চালিয়ে ওই তিনকে আটক করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন