বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অবৈধ চাঁদার প্রতিবাদ করায় চৌগাছায় যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় বাবুল রেজা (৩০) নামে এক যুবকের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বাবুল উপজেলার আড়কান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। মঙ্গলবার রাত ৮টার দিকে আড়পাড়া নিউ মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত বাবুল জানান, ওই এলাকার রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয়ে একটি পক্ষ অপর পক্ষের কাছে চাঁদা দাবি করে। এসময় তিনি প্রতিবাদ করেন। পরে রাতে মাড়ুয়া গ্রামের আজাদ, মাসুম মেম্বার, তুহিন, সুলতান, দেলোয়ার, শান্তিসহ ১০/১৫ জন তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। কিন্তু এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন