শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে বহিস্কৃত যুবলীগ নেতা মাজহার আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বহুল আলোচিত ও বহিস্কৃত যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনটি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় বুধবার রাতে সদর উপজেলার মনোহরপুর বাজার থেকে তাকে আটক করা হয়েছে। ইছালি ফাঁড়ির ইনচার্জ মোকারম হোসেন তাকে আটক করেন।

এর আগে মাজহারের বিরুদ্ধে প্রধান শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকির একটি অডিও ফাঁস হয়। যা নিয়ে যশোরে তোলপাড়ের সৃষ্টি হয়। একপর্যায়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারকে সাময়িক বহিস্কার করে জেলা যুবলীগ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, মাজহারুল ইসলামের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা তিনটি মামলার ওয়ারেন্ট ছিলো। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন