শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের মনিহারের সামনে রাস্তা পার হবার সময় পিকআপের ধাক্কায় শাহাজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহজাহান বরিশালের রাজাপুর উপজেলার বামনখানা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে। তিনি যশোর মনিহার সিটি কলেজপাড়ায় নূর মনজিলে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, ভোরে মনিহার পেট্রোল পাম্পের সামনে দিয়ে শাহজাহান আলী রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কায় পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন