শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২
একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত

প্রেমিকার কীটনাশক পানের পর প্রেমিকের পলায়ন!

নিজস্ব প্রতিবেদক, যশোর

পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় একসাথে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় প্রেমিক জুটি। তারা জোগাড় করে কীটনাশক, সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে। বুধবার সকাল ১০টায় ওই কীটনাশক নিয়ে তারা দু’জন একটি স্কুলের পিছনে যায়। সেখানে যাওয়ার পর প্রেমিক কীটনাশক তুলে দেয় প্রেমিকার হাতে। প্রেমিকা ওই কীটনাশক পান করার পরই পালিয়ে যায় প্রেমিকা। এ ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামে। অসুস্থ প্রেমিকাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীটনাশক পানে অসুস্থ মেয়েটির মা জানিয়েছেন, তার স্কুল পড়ুয়া মেয়ের সাথে জগদীশপুর গ্রামের টগর নামে এক যুবকের প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তারা বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কোনো পক্ষই তাদের বিয়ে মেনে নিতে রাজি হয়নি। এ কারণে ক্ষোভে দু:খে বুধবার সকাল ১০টায় টগর ওই মেয়েকে স্কুলের পেছনের মাঠে ডেকে নিয়ে জানায় তারা দু’জন একসাথে কীটনাশক পানে আত্মহত্যা করবে। সে নিজে কীটনাশক কিনে আনে। এরপর টগর মেয়ের হাতে কীটনাশক তুলে দিলে সে তা পান করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় টগর তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন