বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরের ৫০ গণহত্যা নিয়ে নাটক প্রদর্শন করবে থিয়েটার ক্যানভাস

নিজস্ব প্রতিবেদক, যশোর

দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের ৫০টি গণহত্যা নিয়ে রচিত নাটক নির্মাণ ও প্রদর্শন করবে সাংস্কৃতিক সংগঠন থিয়েটার ক্যানভাস। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শিগগির যুদ্ধ জয়ের স্থানে এসব নাটক প্রদর্শিত হবে। এছাড়া, ওইস্থানে শহীদদের নামফলক নির্মাণের পরিকল্পনা করেছে সংগঠনটি। নাটকের উদ্দেশ্যে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার এবং তথ্য সংগ্রহ শুরু করেছেন সংগঠনের কর্মীরা। এছাড়া, গণহত্যার স্থানে দু’দিন ক্যাম্প করবেন তারা।

‘স্বাধীনতার শেকড় সন্ধানে নাট্যাভিযান’ নামে স্লোগান ইতিমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছে সংগঠনটি। এর আগে আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে শিল্পকলা একাডেমির সাড়া জাগানো নাটক কংকালভূমিতে থিয়েটার ক্যানভাসের ৮৯ কর্মী অংশগ্রহণ করেন। আগামীতে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য জাগ্রত করে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এমনটাই প্রত্যাশা থিয়েটার ক্যানভাসের নেতাকর্মীদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, সাংস্কৃতিক কর্মী হারুন অর রশীদ, আব্দুল্লাহ খান বিপ্লব, মফিজুর রহমান, হায়দার আলী প্রমুখ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন