শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, একই গ্রামের হারুন মোল্লার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (৮) ও সাইফ মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৫)।
বাঘারপাড়ার থানার ওসি ফিরোজ উদ্দিন জানিয়েছেন, এদিন তারা খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে তাদের খোঁজখবর নিয়ে কোনো সন্ধান না পেয়ে পাশে পুকুর পাড়ে গিয়ে দেখে ওই শিশুদের জুতা পড়ে আছে। পরে পুকুরে নেমে প্রথমে একজনকে পাওয়া যায়। এরপর পর্যায়ক্রমে আরো দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা। এরপর তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন