বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শার্শায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলা এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব খুলনা। শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার আমলাই গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার সেতাই গ্রামের আজগর আলীর ছেলে মাসুদ রানা ও যাদবপুর গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে রিপন হোসেন।

র‌্যাব খুলনা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি টিম শার্শার আমলাই গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় তারা সেখান থেকে ওই দু’জনকে আটক করে। এসময় র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। পরে তাদেরকে শার্শা থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন