শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বেনাপোলে যুবকের পায়ুপথে সোনার বার!

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভারতে পাচারের সময় এবার বেনাপোল চেকপোস্টে পায়ুপথ থেকে সোনার বার উদ্ধার হয়েছে। কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা দুই যুবকের পায়ুপথ থেকে ৩৫০ গ্রাম ওজনের ৩টি সোনার বার উদ্ধার করেছে।

বুধবার (২৫ মে) সকালে বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শরীয়তপুর জেলার পালন থানার নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান (২১) ও একই থানার কাশেম খানের ছেলে নান্টু খান (২৩)।

কাস্টমস্ কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে আটক দু’যুবক ঘোরাফেরা করছিল। এসময় তাদেরকে আটক করা হয়। পরে তারা এ বিষয়ে সদুত্তর দিতে না পারলে ক্লিনিকে নিয়ে এক্সরে করানো হয়। এখানে এক্সরে রিপোর্টে পায়ুপথে তাদের সোনার বার নিশ্চিত হয়। পরে পায়ুপথ থেকে ৩টি সোনার বার উদ্ধার করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন