বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে সিএনজি থেকে পড়ে ভারতীয় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে ট্রাকের চাপায় সৌমেন দাস (১৫) নামে এক ভারতীয় কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার রাজাগঞ্জ-রামপুর জামতলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সৌমেন দাস ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটার ঠেকরা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। সৌমেন দাস মঙ্গলবার সকালে পরিবারের পাঁচ সদস্যের সাথে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল স্থলবন্দর থেকে সিএনজিতে করে যশোরের কেশবপুরে তার মামা অনিল দাসের বাড়িতে যাচ্ছিলো। পথে দুপুর ২টার দিকে সৌমেন মনিরামপুর-রাজাগঞ্জ সড়কের রামপুর জামতলামোড়ে পৌছালে সিএনজিতে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে সে চলন্ত সিএনজি থেকে রাস্তার ডান পাশে ছিটকে পড়ে যায়। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১১-৮৯৫৩) তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সৌমেন দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন