শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোর দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা নিহত, ভাইপো আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা নিহত এবং ভাইপো গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে শহরের গ্রীন ভিউ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, শহরতলীর ধর্মতলা সিদ্দিকমোড় এলাকার আবুর ছেলে কলেজ ছাত্র ইমাম সিদ্দিক (১৮) ও তার চাচা মণিরামপুর উপজেলার কাশিমনগর মাথাপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে রাসেল (৩০)।

উভয়ে দুটি মোটরসাইকেলে ভাতুড়িয়া সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গ্রীন ভিউ পার্কের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাচা ভাইপো গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। রাত ১০টার দিকে তাকে খুলনায় নিয়ে যাবার পথে মারা যান রাসেল। আহত ভাইপো ইমাম যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন