বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে চৌগাছা-যশোর সড়কে ডিভাইন গার্মেন্টস এর সামনে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের মৃত আশরাফ মাষ্টারের ছেলে ডালিম হোসেন (৫৫) তার অসুস্থ্য স্ত্রী উষা বেগমকে (৪৫) নিয়ে মটরসাইকেল যোগে চৌগাছা হাসপাতালে আসেন। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে সকাল আনুমানিক ৮ টার দিকে নিজ বাড়ির উদ্যোশে রওনা হয়। পথিমধ্যে ডিভাইন গার্মেন্টসের সামনে পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতীর আর একটি মটরসাইকেল মুখোমুখো ধাক্কা দেয়। দুর্ঘটনায় ডালিম ও তার স্ত্রী মারাত্মক আহত হয়, অপর মটরসাইকেল চালক অক্ষত থাকে। স্থানীয়রা আহত ডালিম হোসেন ও তার স্ত্রী উষা বেগমকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে ডালিম হোসেন মারা যায়, স্ত্রী উষা বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের ছোট ভাই শাহিনুর রহমান শাহিন জানান, কয়েক দিন পূর্বে ভাবি উষার শরীরে একটি টিউমার অপারেশন করা হয়। বৃহস্পতিবার সকালে ড্রেসিং করার জন্য ভাই তাকে মটরসাইকেলে নিয়ে হাসপাতালে যায়। ড্রেসিং শেষে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

খুলনা গেজেট/টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন