বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে দু’মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মাহমুদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত সুমন বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মে রাতে সুমন মাহমুদ বেনাপোল বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে বেনাপোল পৌরসভার পাশে একটি শো-রুমের সামনে বিপরীত দিক আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন