শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

অভয়নগরে ইজিবাইক চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরের অভয়নগর উপজেলার নূরবাগ-হাসপাতাল রোডে ইজিবাইকের চাপায় হামিদা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ঈদের দিন বিকালে ওই রোডের পাইলস ডায়াগনস্টিক সেন্টার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশু হামিদা খাতুন হাসপাতাল রোড এলাকার ওয়়াদুদ হোসেন ও পান্না বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী হাসপাতাল রোডের বাসিন্দা আবু মহসীন মোল্যা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় সরকারি হাসপাতালগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।

বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি নিয়ে কেউ থানায় এখনও পর্যন্ত অভিযোগ করেননি। তবে তদন্ত করা হচ্ছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন