শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, যশোর

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না যুবক শামীম গাজীর (২২)। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা মামুন আজিজ (২০) নামে আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি সাতক্ষীরার কলোরোয়া উপজেলার বয়েরডাঙা গ্রামে। মঙ্গলবার বিকেলে যশোর শহরতলির খোলাডাঙ্গার গাজীর বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যশোর থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সাতক্ষীরা কলারোয়ার বয়েরডাঙা গ্রামের দু’বন্ধু শামীম গাজী ও মামুন আজিজ। বিকেলে তখন ট্রেন আসার সময় হওয়ায় খোলাডাঙ্গা রেলক্রসিংয়ের গেট ফেলে দেন গেটম্যান। তারপরও দু’বন্ধু রেলক্রসিংয়ের মধ্যে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েন। ওইসময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শামীম গাজী। গুরুতর আহত হন মামুন আজিজ। জহুরুল নামে একজন রিকশাচালক আহত মামুনকে উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে মামুনের অবস্থা আশঙ্কাজনক। রেলওয়ে পুলিশ শামীমের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শামীম গাজী বয়েরডাঙা গ্রামের মোস্তফা গাজীর ছেলে এবং আহত মামুন আজিজ একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন