শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাচ্চু জমাদ্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় যশোর-খুলনা মহাসড়কের জামতলা আফিল ব্রিকসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে ছেড়ে যাওয়া খুলনামুখী (ঢাকা-মেট্রো-ট-২২-৮৬৩২) নম্বরের দ্রæতগতির ট্রাক অপর একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী বাচ্চু জোয়ারদার (৪৩) ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মৃত আহম্মেদ জোয়ারদারের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন