বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় দু’হোটেল ব্যবসায়ীর জরিমানা

চৌগাছা প্রতিনধি

যশোরের চৌগাছায় পচা-বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে দু’ই হোটেল ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার সিংহঝুলি মল্লিকবাড়ি ও বৃহস্পতিবার দুপরে চৌগাছা শহরের দুটি হোটেলে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁর সাথে ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা-বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং বিক্রি করার অভিযোগে সিংহঝুলি মল্লিকবাড়ি মোড়ের আসাদুলের হোটেলের মালিককে পাঁচ হাজার এবং চৌগাছা শহরের কপোতাক্ষ সেতু সংলগ্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় সড়কের বিপ্লব হোটেলের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের বিচারক চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং পঁচা-বাসি নোংরা খাবার বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এই জরিমানা করা হয়েছে। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন