শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

খড়ের গাদা থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরে খড়ের গাদা থেকে একটি নবজাতক উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে শার্শা প্রেসক্লাবের পাশে একটি বাগানের খড়ের গাদা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, রাতে প্রেসক্লাবের পাশে একটি খড়ের গাদার মধ্যে বাচ্চাটিকে নড়াচড়া করতে দেখে স্থানীয় আকরাম নামে এক ব্যক্তি। তিনি ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে ঘটনাটি জানাই।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক অবস্থায় লালন-পালনের জন্য খড়ের গাদার মালিক আকরাম হোসেন ও তার পরিবারের কাছে রাখা হয়েছে। শিশুটির প্রকৃত অভিভাবককে খুঁজে পেতে আমরা তদন্ত শুরু করেছি।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন