শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বাবার মিশুক চাপায় প্রাণ গেলো ছোট্ট শিশুর

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় বাবার মিশুক (মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে তৈরি তিন চাকার যানবাহন) চাপায় সামিউল ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

বুধবার(১৩ এপ্রিল) দুপুর দু’টার দিকে পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী-আমজামতলা সড়কের আজিজের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

শিশুর বাবা মাইনুল ইসলাম জানান, তিনি দুপুর ২টার দিকে ছেলে সামিউলকে নিয়ে মিশুকটি চালাচ্ছিলেন। এসময় ছেলে গাড়ি থেকে পড়ে যাবার উপক্রম হলে তিনি ছেলেকে ধরতে যান। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেয়ে ছেলের মাথার উপর পড়ে। এতে সামিউলের মাথার বাম পাশে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ এবং চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন