বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে মাংস ব্যবসায়ী ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সোহেল রানা (২৮) নামে এক মাংস ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের বেজপাড়া পুজা মন্ডপের পাশে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা সোহেল রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তিনি বেজপাড়া বিহারিপাড়ার ফেকু মিয়ার ছেলে।

আহত সোহেল রানা অভিযোগে জানান, তার ফুফাতো ভাই ডলারের সাথে টাকার লেনদেন আছে। সকালে পুজা মন্ডপের পাশ দিয়ে তিনি হেটে যাচ্ছিলেন। এসময় ডলার পরিকল্পিতভাবে তার দুই হাত ও ডান পায়ের উরুতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ভর্তি করে মাসুদ রানাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন