বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের জমি নিয়ে গোলযোগে শাবলের আঘাতে আব্দুর রহমান নামে (৬০) এক ব্যক্তি খুন হয়েছেন। আজ বিকাল চারটার দিকে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, পারিবারিক জমি নিয়ে ভাতিজাদের সাথে বৃদ্ধ আব্দুর রহমানের দীর্ঘদিন যাবৎ গোলযোগ চলে আসছিল। এ দিন বিকালে চাচা ভাইপোদের সাথে গোলযোগ শুরু হলে ভাইপোর ছেলে ইসমাইল শাবল দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার বিশ্বাস জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়েছে। কিন্তু হত্যাকারী কাউকে আটক করা যায়নি। তারা বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন