শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বেনাপোলে অস্ত্র ও ম্যাগজিনসহ ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগজিন সহ যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তির নাম রমজান মোল্লা (২৮)। সে একজন অস্ত্র ব্যবসায়ী।

রবিবার (১০ এপ্রিল) ভোরে তাকে আটক করা হয়। সে দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান,গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে রমজান মোল্লা (২৮) কে ১ টি পিস্তল ও ১টি ম্যাগজিন সহ আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন