বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে স্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক,যশোর

যশোরের চুড়ামনকাটির মেহেরুল্লানগর স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে যশোর রেলওয়ে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার সময় স্টেশনের পূর্বপাশ থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর। ওই বৃদ্ধ দিনরাত ওই স্টেশনেই থাকতেন। রাতে সেখানেই ঘুমাতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন