বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চুড়ামনকাটিতে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে আল-আমিন (২৬) নামে ইউনিয়ন যুবলীগ নেতাকে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে।

আহত আল-আমিন জানান, তিনি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সাথে আওয়ামী লীগের রাজনীতি করেন। পূর্ব শত্রæতার জের ধরে বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেন পক্ষের লোকজন তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে বসে ছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান পক্ষের রকি, রানাসহ অজ্ঞত ৬/৭ জন তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে স্বানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন