শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

শার্শায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় আবু শামা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা বাজারের কামারবাড়ীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবু শামা শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের মৃত আইনউদ্দীনের ছেলে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, বাড়ীতে ব্যবহৃত গ্যাসের চুলা মেরামত করার জন্য তিনি বাইসাইকেল নিয়ে শার্শা বাজারের কামারবাড়ী আসছিলেন। পথিমধ্যে কামারবাড়ী মোড়ে পৌছালে বেনাপোল গামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্ঠা করা করা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন