বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে মায়ের উপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে বই না পড়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় শাসনমূলক বকা-বকি করে মোবাইল কেড়ে নেয়ায় মায়ের উপর অভিমান করে আশা খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের আমিনুর রহমানের কন্যা।

আশা খাতুনের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৮ মার্চ) রাতে পড়ার ঘরে সে বই না পড়ে দীর্ঘ সময় ধরে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। তার মা তাকে বই পড়ার জন্য বার বার বললেও শোনেনি। একপর্যায় মা তার হাত থেকে মোবাইল কেড়ে নেয়। এরপর রাতে আশা তার ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে তার মা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে যান। তার পিতা তাকে ডাকাডাকি করে কোন সাঁড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান সে দঁড়িতে ঝুলছে। পরে ঘরের আড়া থেকে তার মরদেহ নামানো হয়। তার মৃত্যুতে পরিবারসহ আত্বীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন