বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোল বন্দরে বিস্ফোরকসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরের বেনাপোল স্থলবন্দরে বিস্ফোরকসহ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওই ব্যক্তির নাম ইব্রাহিম কারিকার। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয়।

শনিবার(২৬ মার্চ) বেনাপোল আইসিপি প্যাসেঞ্জার টার্মিনালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশপথে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধভাবে বহন করা দুটি কার্টুন ২শ’ ও ১শ’ সেলযুক্ত শক্তিশালী বিষ্ফোরক উদ্ধার করে বিজিবি।

এসময় বিজিবির সিও লে. কর্নেল মিনহাজ উপস্থিত ছিলেন। বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন