বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বাঘারপাড়ার চিত্রা নদীতে অভিযান, লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ার চিত্রা নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিত্রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একইসাথে নদীতে অবৈধভাবে দেয়া পাটা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার আ.ন. ম আবুজর গিফারি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ পুলিশ ও আনসার সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, গোপনে চিত্রা নদী থেকে অবৈধভাবে লোহার ফ্রেম দিয়ে চায়না কারেন্ট জালের মাধ্যমে ফাঁদ বানিয়ে বিশেষ কায়দায় পোনা ও ডিমওয়ালা মাছ নিধন হচ্ছিল। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কেউ আটক না হলেও ৫শ’ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী অফিসার আ.ন. ম আবুজর গিফারি বলেন, চিত্রা নদীতে অবৈধভাবে চায়না জালের ফাঁদ বানিয়ে মাছ ধরা হচ্ছিল, এমন খবর পেয়ে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় নদী থেকে ৫’শ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পুড়িয়ে ফেলা জালের বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন