বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

রাজস্ববোর্ডে চাকরি দেয়ার নামে পাঁচ লাখ টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি দেয়ার কথা বলে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরের আদালতে মামলা হয়েছে। মামলায় ফারদিন হাসান ওরফে তারেক হাসান নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তিনি ঢাকার কলাবাগান ভুতের গলি সার্কুলার রোডের আনোয়ার হোসেনের ছেলে।

মামলাটি করেছেন যশোর শহরের রেলবাজার এলাকার আবুল হোসেনের মেয়ে শ্রাবণী আক্তার।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় শ্রাবণী আক্তার উল্লেখ করেছেন, আসামি ফারদিন হাসান তার মামা আরমান হোসেন ফয়সালের ঘনিষ্ট বন্ধু। প্রায় তিনি শ্রাবণীদের বাড়িতে আসতেন। শ্রাবণী পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান করছেন বলে জানতে পারেন ফারদিন।

এক পর্যায়ে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডে তার খুব ভালো যোগাযোগ রয়েছে। পাঁচ লাখ টাকা দিলে শ্রাবণী আক্তারকে অফিস সহকারী পদে চাকরি দিতে পারবেন। ছয় মাসের মধ্যেই চাকরি হবে বলে আশ্বাস দেন। শ্রাবণী আক্তার ও তার পিতামাতা ফারদিনের আশ্বাসে রাজি হয়ে ২০১৯ সালের ১৪ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত তিন দফায় মোট পাঁচ লাখ টাকা দেন।

মাসের পর মাস পার হলেও চাকরি দিতে ব্যর্থ হন ফারদিন। এরপর টাকা ফেরত দেয়ার কথা বললে যোগাযোগ বন্ধ করে দেন।

গত ১৭ মার্চ ফারদিন হাসানের সাথে শ্রাবণী আক্তারের পরিবারের দেখা হয়। তখন ফারদিন হাসান টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এরপর বাধ্য হয়ে মঙ্গলবার আদালতের আশ্রয় নেন শ্রাবণী।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন