বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছার ঠান্ডু মেম্বার হত্যায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের আলোচিত ঠান্ডু মেম্বার হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে ঢাকার আশুলিয়া সুটিং বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফারুক হোসেন (৪০), আব্দুল খালেক (৫৫) ও তোতা মিয়া (৩৫)।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কর্নেল এম নাজিউর রহমান বলেন, গত ২১ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে ঠান্টু মেম্বার প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। এ ঘটনায় চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি একই গ্রামের ফারুক হোসেন, আব্দুল খালেক ও তোতা মিয়া। হত্যাকান্ডের পর থেকে তারা পলাতক ছিল।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব নিশ্চিত হয় ওই তিন আসামি আশুলিয়া সুটিং বাড়ি এলাকায় অবস্থান করছেন। এরপর শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন