বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে ২শ’ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক,যশোর

যশোরের বেনাপোলে ২শ’ বোতল ফেনসিডিলসহ এক যুবকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার ভোররাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থানা এলাকায় অভিযান চালায়। এসময় তারা দৌলতপুর গ্রামের জয়নালের বাঁশ বাগানের পাশ থেকে সোহাগ হোসেন (২৫) নামে একজনকে আটক করে। সে ওই গ্রামের শাহ আলমের ছেলে। এসময় তার কাছ থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্বার হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৪ লাখ টাকা।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। পুলিশ বলেছে, সোহাগ বেনাপোলের চিহিৃত মাদক কারবারি। এরআগেও সে মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে।

 

খুলনা গেজেট/কেএ

 

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন