শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে মুক্তিযোদ্ধা নিহত

গে‌জেট ডেস্ক

যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ আনোয়ারুল ইসলাম (৮০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (২ মার্চ) সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে মারুফ হোসেন ও ভাইপো সাজিদুল ইসলাম চয়ন জানান, শেখ আনোয়ারুল ইসলাম যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি (আনোয়ারুল) বাসার উঠানে গ্যাস সিলিন্ডার নাড়াচাড়া করছিলেন। তখন একটি বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। হাসপাতালে তার মরদেহ রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন