শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

চৌগাছায় গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় গাছ কাটতে গিয়ে ডালের আঘাতে আলমগীর হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর মন্ডলপাড়া গ্রামে।

সোমবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণসাগর গ্রামের মুনছুর মেম্বারের মেহগিনি বাগানে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানায়, আলমগীর হোসেন এদিন সকালে অন্য শ্রমিকদের সাথে মুনছুর মেম্বারের মেহগিনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুর ১ টা ২০ মিনিটের দিকে তিনি একটি গাছে উঠে ডাল কাটছিলেন। এসময় কেটে দেয়া মেহগিনির ডাল ছিটকে আলমগীরের বুকে লাগে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দুপুর একটা ৪০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন