শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে ধান ক্ষেতে নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে জাহানারা বেগম (৪৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর-জামলা রাস্তার পাশের একটি ধান ক্ষেতে তার মৃতদেহ পড়ে ছিল।

ওই নারী উপজেলার জয়নগর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামে। পিতার নাম মৃত এরশাদ বিশ্বাস।

গ্রামবাসীর ধারণা কেউ তাকে হত্যা করে মরদেহ রাস্তার পাশের ওই ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা এবং মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগরহাটি এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, জাহানারার বাবার বাড়ি আমার এলাকায়। মণিরামপুর বাজারের পাশে জয়নগরে তার স্বামীর বাড়ি। সকালে মাঠে নারীর মরদেহের খবর শুনে থানায় ফোন দিলে পুলিশ আসে। জাহানারার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা ওই নারীকে মোটরসাইকেল থেকে সুন্দলপুর বাজারে নামতে দেখেছেন।

জাহানারার মা রাশিদা বেগম বলেন, দেড় মাস হবে মেয়ে আমাদের বাড়ি আসে না। কি করে সে মারা গেছে সেটা বলতে পারবো না।

মনিরামপুর থানার এসআই সোমেন বিশ্বাস বলেন, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তিনি মারা গেছেন গ্রামের কেউ তা জানাতে পারছেন না।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন