বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদে বাবাকে ছুরিকাঘাত

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে ছুরিকাঘাত করে জখম করেছে মাদকাসক্ত এক বখাটে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটে ওই যুবককে এলাকার লোকজন আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে।

উত্যক্তের শিকার ছাত্রীর পিতা আজগর আলী ও স্থানীয়রা জানান, একই গ্রামের নবের আলীর মাদকাসক্ত ছেলে রনি হোসেন দীর্ঘদিন ধরে প্রতিবেশী মাদ্রাসা পড়ুয়া অষ্টম শ্রেনীর ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। এ ঘটনায় ছাত্রীর পিতা প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করে জখম করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানায় থানা থেকে পুলিশ আসলে আটক বখাটে রনিকে তাদের হাতে সোপর্দ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন