শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে দুটি ককটেল ও ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরে দুটি ককটেল বোমা ও ৩০ পিছ ইয়াবাসহ রিপন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশের এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শহরের পূর্ব বারান্দীপাড়া বাঁশতলা এলাকায় অভিযান চালায়। এসময় তারা রিপনের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করেন। এরপর তার ঘর তল্লাশি চালিয়ে রিপনের দখল থেকে দুটি ককটেল বোমা ও ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন