বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ১১ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝুমঝুমপুরে ১৫ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে একরামুল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছে। তার বাড়ি লালমনিরহাট পৌর শহরে।
সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একরামুল যশোর বিজিবির সদর দপ্তরের ১৫তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের ১১ তলায় কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত রাত আটটার দিকে তিনি ১১ তলার ছাদ থেকে নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। অন্য সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শাসম তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন