শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

চৌগাছায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় হৃদয় হোসেন (২১) নামে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হৃদয়কে উদ্ধার করে চৌগাছা বাজারের ব্যবসায়ীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হৃদয় যশোরের শার্শা উপজেলার বেলতা কাশিপুর মোওতাপাড়ার নুর হোসেনের ছেলে।

শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের একটি মিষ্টির দোকানে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ব্যবসায়ীরা। পরে বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমানকে সংবাদ দেয়া হয়। তিনি ঘটনাস্থলে এসে দ্রুত ছেলেটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

স্থানীয় চা দোকানি আব্দুল মজিদসহ ব্যবসায়ীরা জানান, ছেলেটির সাথে আরেকজন ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি তাকে সড়কের ফুটপাথের একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি খাওয়ালেও নিজে মিস্টি খাননি। পরে ছেলেটিকে ফেলে রেখে ওই ব্যক্তি কৌশলে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, থানার মোবাইল টিম বিষয়টি তদন্ত করে দেখছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন