বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে ৪ তক্ষক সহ দুই পাচারকারী আটক

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে ৪ তক্ষকসাপসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ১২ হাজার টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত। কেশবপুর সন্ন্যাসগাছা গ্রাম থেকে সন্ধ্যায় ৪ তকক্ষসাপসহ দুই পাচারকারীর সদস্যকে আটক করেছে এলাকাবাসি।

আটককৃতরা হলো সন্ন্যাসগাছা গ্রামের মৃত হোসেন আলী জোয়ার্দারের পুত্র আব্দুল হালিম জোয়ার্দার ও তালা উপজেলার লিয়াকত আলীর স্ত্রী আকলিমা বেগম।

এলাকাবাসি তাদেরকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল থেকে ৪ টি তকক্ষসাপসহ আটক করে।

এরপর খবর পেয়ে কেশবপুর উপজেলা সহকারী কমিশনর (ভূমি) আরিফুজ্জামান তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করছেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন