বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরের বহু বিতর্কিত নির্বাচন অফিসার হুমায়ন কবীর বদলি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বহু বিতর্কিত জেলা নির্বাচন অফিসার হুমায়ন কবীরকে অবশেষে বদলি করা হয়েছে। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার(১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়।

সাংবাদিকদের সাথে অব্যাহত অশোভন আচরণ ও অসহযোগিতার জন্য যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবীর ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাদেরকে যশোর থেকে প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে যশোরের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ ২৮ জানুয়ারি স্থানীয় সার্কিট হাউজে সাক্ষাৎ শেষে স্মারকলিপি প্রদান করেন।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ সচিবের কাছে যশোর নির্বাচন অফিসের কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরে বলেন, জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবীর ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম জেলা নির্বাচন অফিসকে একটি অথর্ব প্রতিষ্ঠান ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এই প্রতিষ্ঠানে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র গ্রহণ ও সংশোধন করতে আসা মানুষদের সাথে তাদের দুর্ব্যবহার নিয়মিত ঘটনা। ঘুষ না দিলে কোন মানুষ এ অফিসে সেবা নিতে পারেন না। জেলা নির্বাচন অফিসের শীর্ষ ওই দুই কর্মকর্তার আচরণ এমন নিম্ন পর্যায়ে পৌঁছেছে যে সাংবাদিকরাও তার থেকে রেহাই পাচ্ছেন না। তাদের সাথেও অশোভন আচরণ করা হচ্ছে।

সচিবের কাছে এ স্মারকলিপি প্রদানের ১৭ দিন পর জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবীরকে যশোর থেকে বদলি করা হলো।

যশোর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন অফিসার হুমায়ন কবীরকে বগুড়ায় বদলি করা হয়েছে। তার স্থলে যশোরে আসছেন কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন