বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে করোনা ও উপসর্গে দু’জনের মৃত্যু, আক্রান্ত ৩৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় গত ২৪ ঘন্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে একজন মৃত্যুবরণ করেছেন। এসময়ে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৪ শতাংশ।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘন্টায় জেলায় দুইশ’ নয় জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে একশ’ ৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন ও জেনারেল হাসপাতালে ৬৩ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় আট জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, অভয়নগরে এক ও ঝিকরগাছায় দু’জন করে রয়েছেন।

জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রেডজোনে একজন ও ইয়োলোজোনে একজন। বর্তমান রেডজোনে ১৯ ও ইয়োলোজোনে ২৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার সাতশ’ ৩৯ জনের। সুস্থ হয়েছেন ২২ হাজার তিনশ’ ৮৮ জন। মৃত্যু হয়েছে পাঁচাশ’ ২৯ জনের।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন